ত্রিপুরা বার এসেসিয়েশেন নির্বাচন আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ রবিবার ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন৷ শনিবার সবকটি প্যানেলই জোরদার প্রচারে সামিল হয়৷

jcxEy9jziরবিবার ত্রিপুরা বার এসেসিয়েশনের নির্বাচন৷ শনিবার সবকটি প্যানেলই প্রচারে সামিল হয়৷ অল ত্রিপুরা লয়ার্স এসোসিয়েশান ১৫জন প্রার্থী বার এসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ জুনিয়র লয়ার্সদের স্বার্থেই তারা লড়ছেন বলে জানান বিশিষ্ঠ আইনজীবি অরুন কান্তি ভৌমিক৷ সাধারন মানুষ যাতে সুবিচার পেতে পারেন সেজন্য একটা স্বচ্ছ বার এসোসিয়েশান গঠনই তাদের লক্ষ্য৷ আইনজীবি অরুন কান্তি ভৌমিক প্রচারে সামিল হয়ে বলেন, এখন বিচার ব্যবস্থাকে সরলীকরন করা হচ্ছে৷ বিচার ব্যবস্থাকে যারা দলীয়করনের চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত৷ বিচারকরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে৷ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷

বার এসোসিয়েশন নির্বাচন থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্তেই অনঢ় কংগ্রেস লিগ্যাল সেল৷ কংগ্রেস  লিগ্যাল সেলের তরফে আইনজীবী পিযুষ কান্তি বিশ্বাস জানিয়েছেন বার এসোসিয়েশন বয়কট করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে পিছুপা হবেনা লিগ্যাল সেল৷ তাতে অবাম প্যানেলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে অল ত্রিপুরা লইয়ার্স এসোসিয়েশন৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *