BRAKING NEWS

এই নিয়ে সপ্তমবার, ফের বিজেডির সভাপতি নির্বাচিত হলেন নবীন পট্টনায়ক

ভুবনেশ্বর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): বিনা প্রতিদ্বন্দীতায় সপ্তমবারের জন্য বিজু জনতা দল (বিজেডি)-র সভাপতি নির্বাচিত হলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক| রবিবার বিজেডি-র রিটার্নিং অফিসার প্রতাপ কেশরী দলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছেন| তিনি বলেছেন, `বিনা প্রতিদ্বন্দীতায় বিজেডি-র সভাপতি নির্বাচিত হয়েছেন নবীন পট্টনায়ক|’
এদিকে, পরপর সাতবার বিজেডির সভাপতি নির্বাচিত হওয়ার পর ওডিশার মুখ্যমন্ত্রী বলেছেন, `আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করার জন্য বিজেডি-র সমস্ত কর্মীদের জানাই ধন্যবাদ|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *