নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): আগামীকাল আমার পরীক্ষা| ১২৫ কোটি নাগরিক আমার পরীক্ষা নেবেন| কারণ কাল (সোমবার) সংসদে বাজেট পেশ হবে| রবিবার রেডিওয় মন কি বাত অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পয়লা মার্চ থেকে বোর্ডের পরীক্ষা শুরুর আগে ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, `আমি সম্পূর্ণ সুস্থ ও আত্মবিশ্বাসে ভরপুর| কাল আমার পরীক্ষা ও পরশু থেকে শুরু হওয়া তোমাদেরপরীক্ষা ভালো হোক, এই কামনা করি| আমরা সফল হলে গোটা দেশও সফল হবে|’ উল্লেখ্য, সোমবার আগামী আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি|
2016-02-28