কলম্বিয়া, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): কৃষ্ণাঙ্গদের মধ্যে বরাবরই জনপ্রিয় হিলারি ক্লিন্টন| তাই প্রত্যাশামতোই কৃষ্ণাঙ্গ অধু্যষিত সাউথ ক্যারোলিনাতে জয় পেতে এতটুকু বেগ পেতে হল না হিলারিকে| এই প্রদেশে ডেমোক্র্যামটিকদের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে তিনি পেলেন ৭৩.৫ শতাংশ ভোট| সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট| যদিও আট বছর আগে এই প্রদেশেই ডেমোক্র্যাটিকদের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে হেরেছিলেন তিনি| কারণ সেবার তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বারাক ওবামা|
বিশেষজ্ঞদের মতে, কৃষ্ণাঙ্গ অধু্যষিত আলাবামা, টেক্সাস, জর্জিয়াতেও সহজ জয় পাবেন হিলারি ক্লিন্টন| আগামী সপ্তাহে ওই প্রদেশগুলোতে নির্বাচন| এদিকে মার্কিনিদের মন পেতে ফের ভারত, চীনের বিরুদ্ধে সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প| রিপাবলিকান দলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন তিনি| এদিন বললেন, ভারত আর চীন সহ কয়েকটি দেশই মার্কিনিদের চাকরি কাড়ছে| তিনি প্রেসিডেন্ট হলে দেশবাসীর রুজিরুটি ফেরানোর প্রতিশ্রুতিও দিলেন|