নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): `মন কি বাত’ অনুষ্ঠানে এবার পড়ুয়াদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বোর্ডের পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের প্রধানমন্ত্রীর পরামর্শ, `অন্যের সঙ্গে না, নিজের সঙ্গে প্রতিযোগিতা কর|’ রবিবার আকাশবাণীতে প্রধানমন্ত্রীর `মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারিত হয়| সেখানেই এমন নানা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী|
শুধু নিজে নন, শচীন তেন্ডুলকর, বিশ্বনাথন আনন্দের পরামর্শও পড়ুয়াদের শুনিয়েছেন নরেন্দ্র মোদী| এসেছে বৈজ্ঞানিক সি এন আর রাও-এর পরামর্শও| এদিন প্রধানমন্ত্রী বলেছেন, `লক্ষ্য স্থির করে চাপমুক্ত হয়ে সেই লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা চালিয়ে যাও| প্রত্যাশার চাপের কাছে কখনও মাথা নত করবে না|’ বোর্ডের পরীক্ষায় কীভাবে পড়াশোনা করা উচিত সেই পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী| মজা করে বলেছেন, `সোমবার গোটা ভারতবাসীর কাছে আমার পরীক্ষা| কারণ ওই দিন বাজেট পেশ হবে|’ উল্লেখ্য, সোমবার, ২৯ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|