করিমনগর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার করিমনগর জেলায় পুলিশ সিলেকশন কোচিং সেন্টারের মধ্যেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল| সেই ভিডিও আবার শু্যট করার অভিযোগ উঠল| তাও একবার না, ওই ভিডিও দেখিয়ে টানা ১০ দিন দলিত ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ|
নির্যাতিতা দলিত তরুণী জানিয়েছেন, জি শ্রীনিবাস ও এম আঞ্জাইয়া নামে দুই যুবক তাকে কোচিং সেন্টারের মধ্যেই গণধর্ষণ করে| গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে এম রাকেশ নামে তাদের এক বন্ধু| এরপর ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ| গোটা ঘটনার কথা বাড়িতে জানান ওই তরুণী| এরপর উত্তেজিত জনতা জি শ্রীনিবাস ও এম আঞ্জাইয়াকে গণপ্রহার করে পুলিশের হাতে তুলে দেয়| তারা আপাতত হাসপাতালে চিকিত্সাধীন| অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এম রাকেশকে| পুলিশ অবশ্য কোচিং সেন্টারে ধর্ষণের দাবি মানতে নারাজ|