BRAKING NEWS

মুখ্য বাস্তুকারের আশ্বাস, মার্চেই চলবে যাত্রীরেল

RAILনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ অবশেষে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছল ব্যালস্ট ট্রেন হিসেবে পরিচিত পাথর বোঝাই মালগাড়ি৷ জানা যায় ৪০ ও ৪৫ ওয়াগনের দুটি মালগাড়িই আগরতলায় আসে৷
অবশেষে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছল পাথরবাহী মালগাড়ি৷ বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ব্যালাস্ট ট্রেন হিসেবে পরিচিতি ৪০ ওয়াগনের পাথর বোঝাই মালগাড়ি আগরতলা স্টেশনে আসে৷ জানা গেছে, এদিন রাত ৯টায় জিরানিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে ৪৫ ওয়াগনের পাথর বোঝাই আরও একটি মালগাড়ি আগরতলা আসে৷ রাত আনুমানিক ১০টায়৷ খবরে জানা যায়, গাড়ি দুটির ইঞ্জিন ও ১টি গার্ড ব্র্যাকভান নিয়ে আগরতলা আসে৷ এটি জিরানিয়া ও আগরতলার মাঝামাঝি বিভিন্ন জায়গায় পাথর খালি করতে করতে আসে৷ দ্বিতীয়টি আগরতলা স্টেশনের জন্য পাথর নিয়ে আসে বলে জানা যায়৷ ব্রডগেজ লাইনের দায়িত্বে থাকা উত্তর পূর্বাঞ্চল রেলওয়ের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার হরপাল সিং জানান সব ঠিকঠাক থাকলে মার্চেই যাত্রীবাহী ট্রেনএর যাত্রা শুরু হয়ে যাবে৷ বৃহস্পতিবার থেকে ট্রেনের যাত্রা শুরু হওয়ায় এবং আগামী মার্চ মাসে যাত্রীবাহী ট্রেন আসার খবরে খুশির হাওয়া রাজ্যবাসীর মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *