BRAKING NEWS

গণধর্ষণ মামলায় দুই যুবককে কুড়ি বছরের কারাদন্ড

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ গণধর্ষণের মামলায় দুই যুবককে কুড়ি বছরের কারাবাসের সাজা ঘোষণা করলেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক৷ সাথে দু’জনকেই দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷ জানা গিয়েছে, এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় আমবাসা থানাধীন চরণকান্ত পাড়ার বাসিন্দা মঙ্গল দেববর্মা (২০) এবং ফালাকাঠার দেববর্মা (২৮) কে কারাদন্ডের সাজা দিয়েছে আদালত৷
ঘটনার বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১৮ সেপ্ঢেম্বর বিকেল চারটা নাগাদ কাকার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এক যুবতীকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে মঙ্গল দেববর্মা ও ফালাকাঠার দেববর্মা গণধর্ষণ করে৷ এই ঘটনায় ২০১৪ সালের ২৪ সেপ্ঢেম্বর বেলা সোয়া বারটায় আমবাসা থানাধীন মসিমগ পাড়ার বাসিন্দা সুনীল দেববর্মা থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত এফআইআর দায়ের কারেন৷ গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ডি এবং পক্সো আইন, ২০১২ এর ০৬ ধারায় মামলা নথিভুক্ত করে৷ তদন্তে নেমে তদন্তকারী পুলিশ অফিসার দুই অভিযুক্তকে গ্রেপ্তার ২০১৪ সালে ২২ ডিসেম্বর এই মামলায় সংশ্লিষ্ট ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন৷ মামলার শুনানীকালে প্রমাণাদি এবং সাক্ষ্যবাক্যের ভিত্তিতে আদালতে দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়৷ শুক্রবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন কমলপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক৷ দুই অভিযুক্তকে গণধর্ষণের মামলায় কুড়ি বছরে কারাদন্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা করে আদালত৷ আদালতের রায়ে নির্যাতিতার পরিবার চরম সন্তোষ প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *