BRAKING NEWS

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস, কুমারী মা হলেন প্রেয়সী, প্রেমিক পলাতক

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ প্রেমে প্রতারণা! প্রেমিকা কুমারী মা হওয়ার তিনমাস অতিক্রান্ত হওয়ার পরও প্রতারক প্রেমিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না পুলিশ৷ প্রায় ছমাস আগে বর্হিরাজ্যে চম্পট দিয়েছিল প্রতারক প্রেমিক রুবেল হুসেন৷ বিচারের আশায় তিন মাসের ছেলে সন্তানকে নিয়ে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন ঐ কুমারী মা৷ ঘটনা সোনামুড়া থানাধীন কলমক্ষেত খামারবাড়ি এলাকায়৷
সোনামুড়ার কলমক্ষেত খামারবাড়ি এলাকার অপেক্ষাকৃত বিত্তবান পরিবারের বখাটে যুবক রুবেল হুসেন পাশের বাড়ির এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের নামে প্রতারণার জ্বালা বিছিয়েছিল৷ দিনের পর দিন নবম শ্রেণীতে পড়ুয়া শ্রমজীবী দরিদ্র পরিবারের ঐ মেয়েটিকে প্রেমের নামে রুবেল ধর্ষণ করে যায় বলে অভিযোগ৷ এক সময় এই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বর্হিরাজ্যে পালিয়ে যায় প্রতারক প্রেমিক রুবেল৷ এলাকার মাতববরদের জানিয়েও কাজ না হওয়ায় প্রায় ছমাস আগে বিস্তারিত অভিযোগ জানিয়ে সোনামুড়া থানায় রুবেলের বিরুদ্ধে মামলা করেন প্রতারিতা নাবালিকাটির মা৷ এসংক্রান্ত খবর সেয় সময় আওয়াজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়েছিল৷ কিন্তু এ ছমাসেও লাভের লাভ কিছুই হয়নি৷ বর্হিরাজ্য লুকিয়ে থাকা অভিযুক্ত রুবেলকে ছমাসেও পাকড়াও করা সম্ভব হয়নি৷ বীরপঙ্গুর করিতকর্মা পুলিশের এখনো বিচার পাওয়ার আশায় তিন মাসের অবৈধ পুত্র সন্তানকে নিয়ে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন ঐ কুমারী মা ও তার পরিবারের সদস্যরা৷
সামাজিক লজ্জায় বর্তমানে সুকলে যাতায়াত পড়াশুনা সবই বন্ধ হয়ে গিয়েছে ঐ নাবালিকা কুমারী মা’টির৷ খবর অনুযায়ী গুয়াতে আত্মগোপন করে রয়েছে প্রতারক প্রেমিক অভিযুক্ত রুবেল৷ এখবর রয়েছে পুলিশের কাছেও৷ তা সত্ত্বেও এতদিন অতিক্রান্ত হয়ে গেলেও রুবেলকে পাকড়াও করতে অপারগ সোনামুড়া থানার পুলিশ৷ ডিএনএ পরীক্ষার জন্য তিন মাসের পুত্র সন্তাটির রক্তের নমুনা সংগ্রহ করেছে পুলিশ৷ এখানেই পুলিশের ভূমিকায় প্রশ্ণ তুলছেন প্রতারিতা কুমারী মার পরিবার৷ তাদের প্রশ্ণ রুবেলের রক্তের নমুনা সংগ্রহ না করে তার সন্তানের রক্তের নমুনা সংগ্রহ করে কি করবে পুলিশ? পুলিশের এই খামখেয়ালিপনায় কি হতে যাচ্ছে এই কুমারী মা ও তার সন্তানের ভবিষ্যৎ? বুঝে উঠতে পারছেন না অভিজ্ঞরাও৷ আদৌ পুলিশ বিত্তবান রুবেলকে পাকড়াও করবে কি? নাকি পুলিশের সঙ্গে গোপনে রফা হয়ে গেছে প্রতারকের? এসব প্রশ্ণও উঁুকিঝঁুকি দিতে শুরু করেছে ইতিমধ্যেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *