BRAKING NEWS

আজ এডিসির ভিলেজ কমিটির ভোট গ্রহণ, রাজ্যে কঠোর নিরাপত্তা

VC Electionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ বুধবার সকাল আটটা থেকে শুরু হচ্ছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ ভোট কর্মীরা নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছেন রাতের মধ্যেই৷ ভোটগ্রহণকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে৷ পুলিশ ও টিএসআরবাহিনীর পাশপাশি ১২ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানকে নির্বাচনে নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়েছে৷ ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে৷
বুধবার ৫২৮ টি ভিলেজ কমিটির ৩,৬৯৫ টি আসনে ভোট নেওয়া হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১৯৪ জন প্রার্থী৷ ভিলেজ কমিটির নির্বাচনে ভোট গ্রহনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে৷
এডিসি এলাকায় ভিলেজ কমিটি রয়েছে ৫৮৭টি৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা ৫৯টি ভিলেজ কমিটিতে জয়ী হওয়ায় এখন ৫২৮টি ভিলেজ কমিটির ৩,৬৯৫ টি আসনে নির্বাচন হবে৷ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১৯৪ জন প্রার্থী৷ ৯০২ টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন৷ তাতে বামফ্রন্ট প্রার্থীদের দখলে গেছে ৯০১টি এবং আইপিএফটি’র দখলে রয়েছে ১টি আসন৷ বর্তমানে ৫২৮ টি ভিলেজ কমিটির নির্বাচনের জন্য ১,২৬২টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ সব মিলিয়ে ভোট দেবেন ৬ লক্ষ ৪৫ হাজার ৮৪০ জন ভোটার৷ এরমধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ২৬ হাজার ৯৩১ জন এবং মহিলা ভোটার ৩ লক্ষ ১৮ হাজার ৯০৯ জন৷
এদিকে, ৮১৯৪ জন প্রার্থীর মধে সি পি আই এম’র ৩৬৫৫ জন, আই পি এফ টি’র ১৭৩৪ জন, বি জে পি’র ৯৮৩ জন, আই এন পি টি’র ৭৮২ জন, আই এন সি’র ৬০১ জন, সি পি আই’র ১৮ জন, আর এস পি’র ১৫ জন, ফরোয়ার্ড ব্লকের ৯ জন, নির্দল ১৯৮ জন এবং অন্যান্য ১৯৯ জন৷ অন্যান্যদের মধ্যে রয়েছে টি পি পি’র ৫০ জন, টি এস পি’র ১৪০ জন এবং সি পি আই (এম এল)’র ৯ জন৷
জানা গেছে, গৌরনগর এবং চন্ডিপুর এই দুটি কেন্দ্রকে একত্রে করে দেওয়া হয়েছে৷ ফলে ৫২ টি ব্লকের জন্য গণনা কেন্দ্র ৫১টি ৷ প্রথমে ভিলেজ ভোটে ৪০ জন অবজারর্ভার নিয়োগ করা হয়েছিল৷ সম্প্রতি আরো ১২ জন নিয়োগ করা হয়েছে৷ ফলে এবারের ভিলেজনির্বাচনের কাজে নিযুক্ত আধিকারীকের সংখ্যা হল সেক্টর ম্যাজিস্ট্রেট ২৫১ জন, রিটার্নিং অফিসার ৫২ জন এবং অবজার্ভার ৫২ জন৷
এদিকে, রাজ্যের সীমান্তবর্তী সব থানা, বিওপিকে সতর্ক করেছে পুলিশ প্রশাসন৷ নির্বাচন উপলক্ষ্যে এডিসি এলাকায় নিরাপত্তা রক্ষীদের ২০০ টি ভ্রাম্যমান দল নিযুক্ত করা হয়েছে৷ ষ্ট্রং রুম, গণনা কেন্দ্র, ব্যালট পেপার ছাপার কেন্দ্রে পাহাড়ায় রয়েছে সি আর পি এফ৷
এবারের ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে৷ ‘এ’ ভাগে ৫৫টি, ‘বি’ ভাগে ৪৮৬ টি এবং ‘সি’ ভাগে ৭২১টি বুথ রয়েছে৷ ‘এ’ ভাগের বুথগুলিতে ৮ জন করে টিএসআর আগ্ণেয়াস্ত্র সমেত মোতায়েন থাকবে৷ তেমনি, ‘বি’ ভাগের বুথগুলিতে ৫ জন করে এবং ‘সি’ ভাগের বুথগুলিতে ৩ জন করে টিএসআর আগ্ণেয়াস্ত্র সমেত মোতায়েন থাকবে৷ ভোটের কাজে ১২ কোম্পানী সি আর পি এফ, ৬০০০ টিএসআর, ৪১০০ পুলিশ, ১২০ জন বন রক্ষী এবং ৩৫০ জন হোমগার্ড থাকবেন৷ প্রত্যেক থানাগুলিকে ২৫ জন করে টিএসআর দেওয়া হয়েছে৷ প্রত্যেক অবজার্ভারদের সাথে ৩ জন করে টিএসআর দেওয়া হয়েছে৷
এদিকে, উত্তর জেলায় ৮টি, ধলাই জেলায় ২৫টি, পশ্চিম জেলায় ৬টি, সিপাহীজলা জেলায় ২টি, গোমতী জেলায় ৯টি এবং খোয়াই জেলায় ৫টি ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে ‘এ’ তালিকাভুক্ত হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ এদিকে,মঙ্গলবার রাতের মধ্যেই ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছ গিয়েছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *