BRAKING NEWS

বেআইনী বহুতল ঃ ব্যবস্থা নিতে পুর নিগমকে নির্দেশ হাইকোর্টের

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের বহুতল বাড়িগুলি সম্পর্কে স্বত:প্রণোদিত মামলা গ্রহণ করেছিল হাইকোর্ট৷ বহুতল বাড়ি নির্মাণের জন্য আইনীপন্থা অবলম্বন করতে পুর নিগমকে নির্দেশ দেওয়া হয়েছিল৷ হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপককুমার গুপ্তা ও বিচারপতি এসসি দাশের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠে৷ হাইকোর্টের নির্দেশে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ শহরের বে-আইনী ২১টি বহুতল বাড়ি চিহ্ণিত করে৷ এর মধ্যে ১২টি বহুতল বাড়ির ইন্সপেকশন রিপোর্ট আদালতে জমা দিয়েছে আগরতলা পুরনিগম৷ বাকি নয়টি  বহুতল বাড়ির প্ল্যানের নথিপত্র পুর নিগমের অফিস স্থানান্তরের সময় হারিয়ে গেছে বলে আদালতকে জানানো হয়৷ উচ্চ আদালত ঐ নয়টি বহুতল বাড়ির মালিকের কাছ থেকে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করতে  ১৬ই মার্চের মধ্যে নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি ২১টি বহুতল নির্মাণের স্বপক্ষে নিগমের প্ল্যান ছিল কিনা তাও খতিয়ে দেখতে  বলা হয়েছে৷   এক্ষেত্রে প্ল্যান বর্হিভূত অংশগুলি ভেঙ্গে ফেলার নির্দেশও দিয়েছে আদালত৷ গোটা প্রক্রিয়া আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য আগরতলা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *