নয়াদিল্লি ও ইসলামাবাদ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জাঠ আন্দোলনের জেরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের চালু হচ্ছে সমঝোতা এক্সপ্রেসের যাত্রা| পাকিস্তান সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে| ইতিমধ্যেই পাকিস্তানে যাওয়ার জন্য ২০০ জন যাত্রী তাদের বুকিং করেছেন বলে পাক সরকার সূত্রের খবর| তবে, ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ শুরু হলেও, ভারত সরকারের সবুজ সংকেত না মেলা পর্যন্ত বাস পরিষেবা চালু করা হচ্ছে না|
গত কয়েকদিন ধরে সংরক্ষণের দাবিতে জাঠ সম্প্রদায়ের আন্দোলন শুরু হয়েছে হরিয়ানায়| পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে দফায় দফায়| এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেন ও বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে|