BRAKING NEWS

প্রাণ নাশের হুমকি সলমনকে, বাড়ল নিরাপত্তা

salman khanমুম্বই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রাণ নাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান| মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দু’বার মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে প্রাণ নাশের হুমকি দিয়েছে| গত ১৬ ফেব্রুয়ারির সেই ফোন কল ট্র্যাক করে মুম্বই পুলিশ কন্ট্রোল রুম জানতে পেরেছে কোন জায়গা থেকে ফোনটি করা হয়েছিল| পুলিশ একে ভুয়ো ফোনকল বলে অনুমান করলেও, কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না| পুলিশ তদন্ত চালাচ্ছে|
পুলিশ জানিয়েছে, কন্ট্রোল রুমে ফোন করে ওই ব্যক্তি জানায়, `সলমন খানকো ম্যায় গোলি মারুঙ্গা|’ এদিকে, প্রাণ নাশের হুমকির জেরে সলমনের নিরাপত্তাও বাড়ানো হল| যদিও এ প্রসঙ্গে সলমন বা তঁার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *