BRAKING NEWS

প্রতিদিন ২০০০ মদের বোতল পাওয়া যায় জেএনইউ ক্যাম্পোসে, দাবি বিজেপি বিধায়কের

BJP LOGOনয়াদিল্লি ও জয়পুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জেএনইউ ইসু্যতে উত্তাল জাতীয় রাজনীতি| এহেন পরিস্থিতিতে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজস্থানের রামগড়ের আলওয়ার জেলার বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা| তঁার দাবি, প্রত্যেকদিন ৩০০০ ব্যবহৃত কন্ডোম, ৫০০ ব্যবহৃত গর্ভপাতের ইঞ্জেকশন, ১০,০০০-এর ওপর সিগারেট, ৪০০০-এর ওপর বিড়ি, ২০০০ চিপস্‌ বা স্ন্যাক্সের প্যাকেট, ৫০,০০০ মাদক নেওয়ার জন্য ব্যবহৃত সূঁচ পাওয়া গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে|
তিনি দাবি করেছেন, জেএনইউ অনাচারের আখড়া| সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উলঙ্গ হয়ে নাচানাচি করে ছাত্র-ছাত্রীরা| শুধু তাই নয়, তাঁর আরও দাবি, প্রতিদিন ২০০০ দেশি ও বিদেশি মদের বোতল পাওয়া যায় ক্যাম্পাসে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *