BRAKING NEWS

প্যাম্পোরে গুলির লড়াই শেষ, খতম ৩ জঙ্গি

J&Kশ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্যাম্পোরে অপারেশন শেষ| টানা তিন দিন ধরে ক্রমাগত গুলির লড়াইয়ের পর অবশেষে খতম হল তিন জঙ্গি| মঙ্গলবার সকালে মেজর জেনারেল দত্ত সাংবাদিকদের জানান, লড়াইয়ের তিন জঙ্গির মৃতু্য হয়েছে| তিনি বলেন, `তিন জঙ্গিই সীমান্তের ওপার থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে| কারণ, এদের হামলার ছক বা অপারেশনের ছক সবই লস্করের ছাপ মারা| তবে এখনও পর্যন্ত তিন জঙ্গিকে শনাক্ত করার কাজ শেষ হয়নি| জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র এবং বেশ কয়েকদিনের রসদ উদ্ধার হয়েছে|’
গত শনিবার বিকেলে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা| সেনা পাল্টা গুলি চালালে প্যাম্পোরে বাণিজ্যিক উন্নয়ন ইনস্টিটিউটে লুকিয়ে পড়ে জঙ্গিরা| তিন দিন ধরে ক্রমাগত গুলির লড়াইয়ের পর অবশেষে খতম হল তিন জঙ্গি|
এদিকে, জঙ্গি-সেনা লড়াই যখন অব্যাহত তখন স্থানীয় কয়েকটি মসজিদ থেকে জঙ্গিদের এবং পাকিস্তানের সমর্থণে অডিও টেপ চালানো হয়| ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এই টেপগুলি সম্প্রতি পাকিস্তান থেকে কাশ্মীরে আনা হয়েছে| তবে পুলিশ মসজিদে ঢুকে এই টেপ বন্ধ করতে পারেনি| মাইকে বার বার শোনা গিয়েছে, `জিভে জিভে পাকিস্তান’, `হম কেয়াচাহতে হ্যায়’, আজাদির-মতো স্লোগান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *