BRAKING NEWS

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মৃতু্যতে ৫ পুলিশকর্মী চাকরি খোয়ালেন

BiharPoliceLogo copyপাটনা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বিহার পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গুলাবোর পথ দুর্ঘটনায় মৃতু্য হল| যার শাস্তি হিসাবে বহিষ্কৃত হলেন সাব ইন্সপেক্টর ৫ পুলিশকর্মী| সোমবার ঘটনাটি ঘটেছে নীতিশ কুমার শাসিত বিহার রাজ্যে|
গুলাবোর মৃতু্যর জন্য পুলিশ কর্মীদের দায় অস্বীকার করা যায় না| রাস্তা পার হওয়ার সময় মণিবএর গলায় বাঁধা চেন ছেড়ে দিয়েছিলেন গুলাবোর পরিচালকেরা| ফলে গুলাবো নিজের মত করে বেপরোয়াভাবে রাস্তা পার হতে যায়| সেই সময় পিছন থেকে তীব্র গতিতে আসা একটি ট্রাক তাকে পিষে দেয়| হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃতু্য হয় বিহার পুলিশের অন্যতম সদস্য গুলাবোর| সেই সময় গুলাবোর পরিচালকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলেও সোমবার কড়া পদক্ষেপ গ্রহণ করল বিহার পুলিশ| গুলাবোর চার পরিচালকসহ দুর্ঘটনাস্থলে উপস্থিত এক সাব-ইন্সপেক্টরকে বহিষ্কৃত করার নির্দেশ দেওয়া হয়েছে| এঁদের উদাসীনতাতেই গুলাবোর মৃতু্য হয়েছে বলে অভিযোগ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *