চণ্ডীগড়, ২০ ফেব্রুয়ারি (হি.স.): শিরোমণি আকালি দলে ভাঙন| শনিবার কংগ্রেসে যোগ দিলেন শিরোমণি আকালি দলের প্রাক্তন সহ-সভাপতি তথা প্রখ্যাত সুফি গায়ক হান্স রাজ হান্স| এদিন পঞ্জাব কংগ্রেস ক্যাপ্টেন অমরেন্দর সিং-এর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন হান্স রাজ হান্স|
২০০৯ সালের লোকসভা নির্বাচনে শিরোমণি আকালি দলের টিকিটে জলন্ধর আসন থেকে প্রতিদ্বন্দীতা করেছিলেন হান্স রাজ হান্স| কিন্তু, তিনি পরাজিত হয়েছিলেন| সেই সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় তঁাকে সহায়তা করেনি শিরোমণি আকালি দলের নেতারা|
2016-02-20