BRAKING NEWS

প্রধানমন্ত্রী ঔরঙ্গজেব : প্রদেশ কং সভাপতির বিরুদ্ধে এজাহার

anjan duttaগুয়াহাটি ২০ ফেব্রুয়ারি, (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঔরঙ্গজেব বলে আখ্যা দেওয়ার অভিযোগে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অঞ্জন দত্তের বিরুদ্ধে এফআইআর করেছেন রাজ্যের অন্যতম প্রথমসারির বেসরকারি সংগঠন সহায়-এর সভাপতি রাজু মহন্ত| মরিগাঁও থানায় এই এজাহারের ভিত্তিতে জিডিই ৪৫৯১৬ নম্বরে এক মামলা নথিভুক্ত করা হয়েছে| মামলা রুজু করে রাজু মহন্ত বলেছেন, কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় দলের প্রদেশ সভাপতি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অশালীন আখ্যা দিয়ে গোটা অসমের মানুষের মাথা হেঁট করেছেন| এই আলটপকা ও অশালীন মন্তব্যের জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন রাজু| এজাহারে তিনি শীঘ্র অঞ্জন দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন|
এখানে উল্লেখ করা যেতে পারে, গত বৃহস্পতিবার শিবসাগরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঔরঙ্গজেব এবং বিজেপি-র প্রদেশ সভাপতি তথা রাজ্যে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে বদন বরফুকন বলে আখ্যা দিয়েছিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অঞ্জন দত্ত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *