পেন্টাগন, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : নরওয়ের ছয়টি গোপন গুহায় ট্যাংক এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করল মার্কিন সামরিক বাহিনী| রাশিয়ার সীমান্তের কাছে মোতায়েন ন্যাটো বাহিনীকে জোরদার করার লক্ষ্যে এসব মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে| শীতল যুদ্ধের সময় আমেরিকা এসব গুহাকে সামরিক কাজে ব্যবহার করেছে| নিরাপত্তার কারণে এসব গুহার অবস্থান কঠোরভাবে গোপন রাখা হয়েছে| শীতল যুদ্ধ চলাকালে ১৯৮১ সালে প্রথম এসব গুহা ব্যবহার করেছিল আমেরিকা| গোপন এই গুহার মধ্যে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনও সঙ্কট দেখা দিলে তা মোকাবেলা করতে পারবে ন্যাটো| সে সময়ে ইউরোপে ব্যবহারের জন্য প্রস্তুত অস্ত্র ও সামরিক সরঞ্জাম হাতের কাছে পাবে ন্যাটো|
নরওয়ের সঙ্গে রাশিয়ার ১২১.৬ মাইল সীমান্ত রয়েছে| নরওয়ের গুহাগুলোতে যে পরিমাণ সামরিক সরঞ্জাম রাখা হয়েছে তা দিয়ে ১৫ হাজার মেরিন সেনাকে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমর্থন যোগানো যাবে| এসব সামরিক সরঞ্জাম মোতায়েনের জন্য নরওয়ের কেন্দ্রস্থলে ছয়টি গুহাকে আমেরিকা ব্যবহার করছে বলে মনে করছেন আন্তজার্তিক পর্যবেক্ষকরা|