নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ছাত্রনেতা কানহাইয়া কুমার| কানহাইয়া কুমারের জামিনের আবেদন গ্রহণ করতেই রাজি হল না সুপ্রিম কোর্ট| বৃহস্পতিবার জামিনের আবেদন নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কানহাইয়া কুমারের দুই কৌঁসুলি রাজু রামচন্দ্রন ও সোলি সোরাবজি| কিন্তু, কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমারের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে হবে না| আগে হাই কোর্টে জামিনের আবেদন জানাতে হবে|
এদিকে, কানহাইয়া কুমারের মুক্তির দাবিতে রেল অবরোধ করল বাম সমর্থিত ছাত্র দল| শুক্রবার বিহারের দারভাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা| তাঁদের অবরোধের জেরে আটকে পড়ে বহু দুরপাল্লার ট্রেন| চরম ভোগন্তির শিকার হয়েছেন যাত্রীরা| আটকে পড়ে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসও| আন্দোলনকারীদের দাবি অবিলম্বে কানহাইয়া কুমারকে মুক্তি দিতে হবে|