ভুবনেশ্বর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : মাওবাদীদের সঙ্গে আলোচনায় বসতে তৈরি কেন্দ্র| শুক্রবার ওড়িশা সফরে গিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| পাশাপাশি মাও দমনে ওড়িশা সরকার এবং পুলিশের প্রশংসা করেন তিনি|
রাজ্যে মাওবাদীদের প্রভাব সরেজমিনে দেখতে এদিন ওড়িশা যান রাজনাথ সিং| রাজ্যের সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে ওড়িশার মাও অধু্যষিত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি| তারপর কোরাপুটে এসে মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী| সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার জন্য মাওবাদীদের কাছে আবেদন করছি| যদি তারা নিঃশর্তে হিংসা ছেড়ে দেয়, তাহলে সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত| সম্প্রতি এনডিএ সরকার সমাজ কল্যাণ এবং উন্নয়নমূলক একটি প্রকল্প চালু করেছে জানিয়ে রাজনাথ বলেন, অস্ত্র ছেড়ে মাওবাদীদের এই প্রকল্পে যোগ দেওয়া উচিত|
মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি মাও দমনে ওড়িশা সরকারের প্রশংসাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী| সম্প্রতি ওড়িশায় মাওবাদীদের প্রভাব কমেছে বলে স্বীকার করে তিনি বলেন, ওড়িশা সরকার এবং পুলিশের মাও দমন শাখা খুব ভালো কাজ করেছে|