নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): নতুন অতিথি আসছে শাহীদ ও মীরার জীবনে| খুব শ্রীঘ্রই নাকি বাবা হতে চলেছেন শাহিদ কপূর| বি-টাউনে এখন এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে| শোনা যাচ্ছে, মীরা অন্তঃসত্ত্বা| এমনকী তাঁরা দুজনেই নাকি আগত সন্তানের জন্য ইতিমধ্যেই প্ল্যান করতেও শুরু করে দিয়েছেন|
যদিও এখনও শাহিদ বা মীরা কেউই এই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানাতে চাইছেন না| খবরটা কতখানি সত্য তার জানতে শাহিদ ভক্তদের একটু অপেক্ষা তো করতেই হবে|