নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ-কাণ্ডের পর ভয়ে হস্টেল ছাড়ছেন কাশ্মীরের ছাত্ররা| অনেকেই অন্য হস্টেল খুঁজছেন কিংবা দিল্লিতে বন্ধুর বাড়িতে থাকা শুরু করেছেন| দেশদ্রোহিতা ইসু্যর মধ্যে অনেকেই নিজেদের কাশ্মীরি পরিচয় নিয়ে ভীত|
কাশ্মীরের অনন্তনাগ থেকে আসা এক ছাত্র জানিয়েছেন, গত ৯ ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই| তিনি কোনও আন্দোলনেও অংশগ্রহণ করেননি| কিন্তু আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাতে হচ্ছে তাঁকে| আর এক ছাত্র জানিয়েছেন, তিনি ভয়ে ওই ঘটনার পর থেক আর ক্যাম্পাসেই ঢোকেননি| তাঁদের ধারণা সব কাশ্মীরি ছাত্রকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে| যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া নির্দেশ রয়েছে, যেন কোনও কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার করা না হয়| এখনও পর্যন্ত কোনও কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার করাও হয়নি|