BRAKING NEWS

দেশবিরোধী চক্রের পাণ্ডা কানহাইয়া, রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার করা হবে না ঃ কিরণ রিজিজু

kiren rijijuনয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসি বলছেন, জেএনইউ-র ধৃত ছাত্র নেতা কানাইয়া কুমারের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে পুলিশের কাছে| এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে নাকি বলা হয়েছে, কানহাইয়া কুমারের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনও প্রমাণই মেলেনি| ফলে তাঁর বিরুদ্ধে দয়ের ওই অভিযোগটি প্রত্যাহার করা হতে পারে| একটি সর্বভারতীয় বৈদু্যতিন সংবাদ মাধ্যমের খবরে এমনই দাবি করা হয়েছে| যদিও এ বিষয়ে দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি|অন্যদিকে, ধৃত ছাত্র নেতাকে দেশবিরোধী চক্রের পাণ্ডা অ্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, `কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা প্রত্যাহার করা হবে না| উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়ার পরই কানহাইয়াকে পুলিশ গ্রেফতার করেছে|’ রিজিজু আরও বলেছেন, `কানহাইয়া শুধু দেশবিরোধী স্লোগানই দেননি, লোকজনকে উস্কানিও দিয়েছেন|’ এদিন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকেও একহাত নিয়েছেন রিজিজু| তঁার কথায়, `কংগ্রেস সহ সভাপতিকে কেউ গুরুত্ব দেয় না| কংগ্রেস দেশের সর্বনাশ করেছে|’ জেএনইউ নিয়ে রাহুল নাটক করছেন বলেও মন্তব্য করেছেন রিজিজু|
উল্লেখ্য, জেএনইউ ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ছাত্র নেতা কানহাইয়া কুমারকে| জেরায় কানাহাইয়া দাবি করেছে, আফজল গুরুর ফাঁসির তৃতীয় বার্ষিকীর অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন না| ওই অনুষ্ঠান বহিরাগতরা আয়োজন করেছিলেন| যদিও দিল্লি পুলিশ বারবার দাবি করেছে, কানহাইয়া ঘটনার সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে যথেষ্টতথ্য প্রমাণ রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *