BRAKING NEWS

মিছিলে অংশ নেওয়ার জের, প্রাণে মারার হুমকি জেইউ-র ছাত্রীকে

9MMPISTOL copyকলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): জেএনইউ-র ছাত্র নেতা কানহাইয়া কুমারের উপর থেকে দেশদ্রোহিতার অভিযোগ তুলে নেওয়ার দাবিতে মঙ্গলবার মশাল মিছিল করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা| মিছিলে অংশ নিয়েছিলেন জেইউ-র এক ছাত্রী| মিছিলে থাকার জেরে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল| যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রী জানিয়েছেন, ফেসবুকে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে|
জেএনইউ-র পাশে থাকার বার্তা দিয়ে গত সোম ও মঙ্গলবার যাদবপুরে হওয়া মিছিলে অংশ নিয়েছিলেন ওই ছাত্রী| মঙ্গলবারের মিছিল থেকে স্লোগান ওঠে, `আফজল বোলে আজাদি, গিলানি বোলে আজাদি, হম ছিনকে লেঙ্গে আজাদি|’ সংবাদ মাধ্যমে তরুণীর ছবিও প্রকাশ পায়| এরপরই তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ| ওই তরুণী বলেছেন, `আমি বিচ্ছিন্নতাবাদী স্লোগান এবং আফজল গুরুর ফাঁসির বিরোধিতা করে স্লোগান দিইনি| দেশের সংবিধানের উপর ভরসা আছে| তাও আমায় কেন দেশদ্রোহী বলা হচ্ছে বুঝতে পারছি না| আমি নিরাপত্তা চাই|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *