BRAKING NEWS

ঘানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫৩

road acccident copyঘানা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৫৩ জন| বুধবার রাত ৮টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বোরং আহাফো অঞ্চলের কিনতামপোতে| রাজধানী আক্রা থেকে ৪২০ কিলোমিটার উত্তরে দুর্ঘটনাটি ঘটেছে|
স্থানীয় প্রশাসন সূত্রের খবর, কুমাসি থেকে তামালি যাওয়ার পথে মেট্রো মাস ট্রানজিট পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা টমোটো বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংষর্ঘ হয়| প্রাণ হারান ৫৩ জন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *