পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি দু’জন

Accidentনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ ফেব্রুয়ারি৷৷ দু-নাম্বারি মালবোঝাই বলেরো গাড়ির ধাক্কায় নিহত ৯ বছরের এক সুকল ছাত্র৷ দুর্ঘটনাস্থলে না এসে চুড়াইবাড়ি গাড়ি ধরতে ব্যস্ত  পুলিশ৷  জনতার রাস্তা অবরোধ, হায় পুলিশ স্লোগান৷ কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ হতেই ছুটে আসে উত্তর জেলার এসপি অভিজিৎ সপ্তর্ষি, এসডিপিও রাজদ্বীপ দেব, ডিসিএম ত্রিদ্বীপ সরকার সহ পদস্থ আধিকারিকগণ৷ ঘটনার বিবরণে প্রকাশ, কদমতলা ধর্মনগর সড়কের নতুনবাজার রাঘনার দিকে একটি সড়ক গিয়েছে৷ আর ঐ সড়কে আজ সকাল এগারাটা নাগাদ টিআর০এস-১৮৬৬ নম্বরের একটি বলেরো গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ধর্মনগরের অভিমুখে যাবার সময় ইচাই সোনারপুর এসবি সুকলের তৃতীয় শ্রেণীর সুকল ছাত্র বিষ্ণুনাথ কে ধাক্কা মারে৷ দুর্ঘটনাস্থলের জনতার রোষানল থেকে বেঁচে গাড়ি চালক নতুন বাজার এলাকায় গাড়ি রেখে পালিয়ে যায়৷ খবর দ্যেয়া হয় কদমতলা থানায়৷ কদমতলা থানা দুর্ঘটনাস্থলে না গিয়েপ্রথমে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে৷ গাড়িতে দুনাম্বারি  স্টেশনারি, সাবান সহ অন্যান্য সামগ্রী মজুত ছিল৷  কদমতলা থানার পুলিশ সেগুলি লুকানোর জন্য ঘটনাস্থলে না এসে প্রথমে গাড়ি ধরতে ব্যস্ত হয়ে পড়ে৷ অভিযোগ স্থানীয় জনতার৷ স্থানীয় জনগণ আহত সুকল ছাত্রটিকে গাড়ি করে ধর্মনগর  জেলা হাসপাতালে পাঠায়৷ অবস্থার অবনতি দেখে জেলা হাসপাতাল থেকে আসামের শিলচর রেফার করলে অ্যাম্বুলেন্স নিয়ে চুড়াইবাড়ি আসতে না আসতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুকল ছাত্রটি৷  স্থানীয় জনতা পুলিশি ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে কদমতলা ধর্মনগর  ও নতুন বাজার রাঘনা সড়কটি অবরোধ করে৷ সাথে সাথেই এসপি, এসডিপিও সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং জনতার সামনেই  কদমতলা থানার দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা প্রায় দু-ঘন্টা পর অবরোধ মুক্ত করেন৷ এদিকে স্থানীয় জনতার কদমতলা থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী ও এসআই শঙ্কর দাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ৷ অপরদিকে নিহত সুকল ছাত্র বিষ্ণুনাথ পিতা বিজন বিহারি নাথ৷ বাড়ি ইচাই কাসিমনগর৷ এই মর্মে কদমতলা থানা একটি মামলা নিয়েছে যার নম্বর কেডিএল/পিএস/ ০৭ /২০১৬ বর্তমানে বলেরো গাড়িটি কদমতলা থানাতে রয়েছে এবং নিহত সুকল ছাত্র বিষ্ণুর লাশ কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ময়না তদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি স্থানীয় জনগণের দাবি ঐ বলেরো গাড়িটি আসাম থেকে করমুক্ত পণ্যসামগ্রী নিয়ে কদমতলা থানা এলাকা দিয়ে ধর্মনগর প্রবেশ করতে চেয়েছিল৷ আর ঐ গাড়িটি অবৈধভাবে প্রবেশ করাচ্ছিল আসামের কাঁঠালতলীর এক লাছ উদ্দিন৷ এধরনের ডিআই বলেরো গাড়ি দিয়ে প্রতিদিন বাঁকাপথে করফাঁকি দিয়ে আসাম থেকে ত্রিপুরায় প্রবেশ করছে৷ তাই এধরনের চোরাকারবারীদের কঠোর শাস্তি ও চোরাই বাণিজ্য বন্ধেরও দাবি তুলেছেন স্থানীয় বিক্ষোভ জনগণ৷ এদিকে নয় বৎসরের ছাত্র বিষ্ণু নাথের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে ইচাই সোনারপুর সহ আশপাশের এলাকাগুরিলতে শোকের ছায়া নেমে এসেছে৷ সংবাদ লেখা পর্যন্ত উত্তর জেলার উচ্চপদস্থ আধিকারিকগণ এই পথ দুর্ঘটনার তদন্ত অব্যাহত রেখেছেন৷

পুলিশের কড়া চেকিংয়ের মাঝে আবার পথ দুর্ঘটনা৷ ঘটনা বিলোনিয়া শহরের হল চৌমুহনী এলাকায়৷ দ্রুতগতিতে আসা একটি স্করপিও গাড়ির ধাক্কায় একটি অটো ও একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে দুই বাইক আরোহী সহ তিন অটোযাত্রী আহত হয়৷ সাথে সাথে তাদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু সজোরে ধাক্কা দেওয়া গাড়িটি পালিয়ে গেলে পুলিশ এখনো সেটিকে আটক করতে পারেনি৷ এভাবে নিয়মিত শহর এবং শহরতলীতে দুর্ঘটনা লেগেই রয়েছে আর এর সাথে পাল্লা দিয়ে রয়েছে পুলিশের প্রয়াস কর্মসূচীও৷ কিন্তু কোন অবস্থাতেই তা আটকানো যাচ্ছে না৷  এনিয়ে আশঙ্কায় রয়েছে মানুষ৷ এর জন্য দায়ী দ্রুতগতিতে চলা যানবাহন৷ লাইসেন্স বিহীন চালক৷ ঘুষ দিয়ে লাইসেন্স তৈরি করা৷

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক৷ জিবিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরেক যুবক৷ ঘটনা নূতনবাজার থানাধীন ঝরঝরিয়া এলাকায়৷ ঘাতক গাড়ির চালক পলাতক৷

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টা নাগাদ টিআর০৩বি -৯৮৮৪ নম্বরের একটি সুপার সেপ্লেন্ডার বাইক নিয়ে  দুজন যুবক যতনবাড়ি থেকে অমরপুরের রাস্তার ঝরঝরিয়া এলাকায় টার্নিং নিতে গিয়ে দ্রুতগতিতে থাকা  বাইকটি  নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা টিআর০৩ই-১৭৯০ নম্বরের ট্রিপার গাড়ির নিচে চলে যায়৷ ট্রিপার গাড়ির পেছনের চাক্কায় চাপা পড়ে বাইকটি  চূরমার হয়ে যায়৷ ঘটনাস্থলেই বাইক চালক তথা অমরপুর চন্ডিপাড়ার বাসিন্দা রাকেশ মন্ডলের মৃত্যু হয়৷ বাইক চালকের মাথায় হেলমেট না থাকায় গাড়ির চাক্কার চাপায় মাথাটি সম্পূর্ণ থেঁতলে যায়৷ বাইকের  অপর আরোহী সমীর যাদব বাইক থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়৷ দমকল বাহিনী আহত যুবককে নূতন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গুরুতর আহতকে সঙ্গে সঙ্গে জিবি রেফার করে দেওয়া হয়৷ এদিকে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক অনির্বান দাস৷ নূতনবাজার থানার ওসি জহরলাল দেববর্মা জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে৷ তবে ট্রিপার গাড়ির চালক এখন পর্যন্ত পলাতক বলে জানা যায়৷ এদিকে পথ দুর্ঘটনায় এক যুবকের অকাল মৃত্যুতে অমরপুর চন্ডিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *