নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): জেএনইউ ইসু্যতে উত্তাল জাতীয় রাজনীতি| দেশবিরোধী স্লোগানে অভিযুক্তদের পিছনে লস্কর নেতা হাফিজ সইদের উস্কানির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করল মহারাষ্ট্র পুলিশ| জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের সঙ্গে যোগাযোগ রয়েছে অতি বামপন্থী সংগঠন ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের একাংশের| একই অভিযোগে গ্রেফতার হওয়া মহারাষ্ট্রের এক অধ্যাপককে জেরা করে এই তথ্য মিলেছে বলে দাবি করেছেন মহারাষ্ট্র পুলিশের নকশাল দমন বিভাগের আইজি রবীন্দ্র কদম (নাগপুর বিভাগ)|
অতি বামপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে গতবছর গ্রেফতার করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবাকে| সম্প্রতি তাঁকে জেরা করে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি করছেন ওই পুলিশকর্তা| তিনি বলেছেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অতি বাম মানসিকতার ছাত্রছাত্রীদের হিংসার মাধ্যমে বিপ্লব নিয়ে আসার মন্ত্রে শিক্ষিত করেন সাইবাবা| তাঁর এই শিক্ষায় দীক্ষিত জেএনইউ-র এক প্রাক্তন ছাত্র হেম মিশ্রকে গ্রেফতার করা হয়| তার কাছ থেকে এই বিষয় সম্পর্কিত একটি মাইক্রোচিপও উদ্ধার করা হয়েছে| পাশাপাশি গুয়াহাটির বাসিন্দা ঋতুপর্ণা গোস্বামী বলে জেএনইউ-র আরও এক প্রাক্তন ছাত্রীর কথা জানা গিয়েছে| এই ঋতুপর্ণা বর্তমানে নবীন নাম নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় অতি বামপন্থী সংগঠনগুলির মধ্যে যোগাযোগ স্থাপনের সূত্রধর হিসেবে কাজ করছে| পাশাপাশি মাওবাদী সংগঠনের শীর্ষনেতা গণপতির কাছের বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা|