BRAKING NEWS

শিনা বোরা হত্যা মামলায় অবশেষে পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

CBIমুম্বই, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : শিনা বোরা হত্যা মামলায় অবশেষে পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের অভিযোগে চার্জশিট পেশ করল সিবিআই| একইসঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও দায়ের করা হয়েছে| মঙ্গলবার পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই|
গত বছর নভেম্বরে শিনা বোরা হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয় আইএনএক্স মিডিয়ার কর্ণধার পিটার মুখোপাধ্যায়কে| পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রনী মুখোপাধ্যায়ের আগের পক্ষের মেয়ে শিনা| ২০১২ সালে শিনাকে খুন করেন ইন্দ্রাণী ও তাঁর আগের পক্ষের স্বামী সঞ্জীব খান্না| এই কাজে যুক্ত ছিল তাঁদের গাড়ির চালক শ্যাম রাইও| এই তিনজনের বিরুদ্ধেই চার্জশিট আগেই পেশ করেছে সিবিআই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *