নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন| রেল বাজেট পেশ করা হবে ২৫ ফেব্রুয়ারি| ২৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাধারণ বাজেট পেশ করবেন| সংসদের বাজেট অধিবেশনের আগে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ রেসকোর্সে এই বৈঠক হয়| সূত্রে জানা গিয়েছে, বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিরোধী দলগুলির কাছে সহযোগিতার আবেদন জানান প্রধানমন্ত্রী| এদিনের বৈঠকে আরজেডি, জেডি (ইউ), সিপিএম, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বও হাজির ছিলেন| তঁারা সকলেই জেএনইউ কাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে সরব হন| পুলিশের অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তঁারা|
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু| রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, জেএনইউ-তে ছাত্র সংসদের সভাপতি গ্রেফতার, পঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার মতো ইসু্যতে উত্তপ্ত হতে পারে সংসদ|
2016-02-16