BRAKING NEWS

দেশবিরোধীদের শাস্তির দাবিতে জেএনইউ-র বাইরে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল

JNUনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : দেশবিরোধীদের শাস্তির দাবিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এর বাইরে এবার বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল| জেএনইউ ক্যাম্পাসে সংসদ জঙ্গি হানা মামলায় দোষী আফজল গুরুর সমর্থনে অনুষ্ঠান কেন করা হয়েছে, সেই প্রশ্ন তুলে পরিষদ, বজরং কর্মীরা তুমুল বিক্ষোভ দেখায় দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে| গুরুর সমর্থনে অনুষ্ঠানের উদ্যোক্তাদের দেশবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা| কুশপুতুল পোড়ানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের| তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের পাশাপাশি পুলিশ মোতায়েন থাকায় তারা মিছিল করে ভিতরে ঢুকতে চাইলেও সফল হয়নি|
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষক-পড়ুয়াদের প্রতিবাদ অব্যাহত রয়েছে| ক্লাস বয়কটও চলছে| তাতে পড়ুয়াদের পাশাপাশি যোগ দিয়েছেন শিক্ষকরাও| তাঁরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদের ওপর ক্লাস নেবেন বলে কটাক্ষের সুরে জানিয়েছেন শিক্ষকরা| রাষ্ট্রবিরোধিতার অভিযোগে গ্রেফতার ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমারের মুক্তি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার চেয়ে সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের হরতালের পথে নেমেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *