কান্নুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : কেরলের কান্নুরের পাপিনেসেরিতে বৃদ্ধ বাবা-মায়ের সামনে কুপিয়ে খুন আরএসএস কর্মীকে| সুজিথ নামে ২৭ বছর বয়সি সঙ্ঘ কর্মীকে সোমবার রাত সাড়ে ১১ টা নাগাদ তাঁর বাড়িতে ঢুকে আক্রমণ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার এলাকায় হরতাল পালন করে আরএসএস| একটি সূত্রের দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল ১০ জন| সুজিথের বাবা-মা, ভাই হামলাকারীদের বাধা দিয়েও বিফল হন| হামলায় মারাত্মক জখম হন সুজিথ| কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে রাস্তায়ই মৃতু্য হয় সুজিথের| জখম হয়ে হাসপাতালে ভর্তি তাঁর বাবা-মা, ভাইও|
এব্যাপারে জেলা ও রাজ্যের বিজেপি, সঙ্ঘ নেতা-কর্মীরা অভিযোগের আঙুল তুলেছেন বামপন্থীদের দিকে| যদিও বামেরা তা অস্বীকার করেছে| তাদের দাবি, এটা স্থানীয় বিবাদের জের| রাজনীতির সঙ্গে কোনও সম্পর্কই নেই| জিজ্ঞাসাবাদের জন্য ১০ জন সিপিএম কর্মীকে আটক করেছে পুলিশ| সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণানের বক্তব্য, এই হত্যার সঙ্গে রাজনীতির সংস্রব নেই| সিপিএমও এর সঙ্গে জড়িত নয়| তবে বিষয়টি স্থানীয় ইসু্য বলে মানতে নারাজ বিজেপির কেরল নেতারা| নয়াদিল্লিতে বিজেপি মুখপাত্র এম জে আকবর সিপিএমকে একহাত নিয়েছেন| তাঁর বক্তব্য, কেরলে লাগাতার হিংসা, খুনের রাজনীতি করছে বামেরা| ২০০-র বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে| কেরলে গেরুয়া সংগঠনের উত্থানে আতঙ্কিত হয়ে হিংসা, খুনের রাজনীতির মাধ্যমে ভীতি ছড়াতে চাইছে বামেরা| তবে জনগণ এটা মেনে নেবে না| ভোটের বেশি দেরি নেই| সেখানেই মানুষ যোগ্য জবাব দেবে ওদের|