বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল নয় মাদক বিক্রেতা| একইসঙ্গে উদ্ধার করা হল প্রায় ১৫ লক্ষ টাকার হেরোইন| রবিবার বেঙ্গালুরু শহরের মহীশূর রোড অবস্থিত একটি স্কুলের কাছ থেকে গ্রেফতার করা হয় ওই নয় মাদক বিক্রেতাকে| অভিযোগ, ধৃতরা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ওই হেরোইন বিক্রি করার পরিকল্পনা করেছিল|
বেঙ্গালুরুর একটি বিখ্যাত বাণিজ্য স্কুলের কাছে মাদক বিক্রেতারা ঘাঁটি গেড়েছে এবং তারা ওই স্কুলের মধ্যেই মাদক বিক্রি করতে চায়| গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরু পুলিশ মাদক কারবারিদের ধরতে তাই ফাঁদ পাতে| ওই মাদক বিক্রেতাদের কাছে ক্রেতা সেজে হাজির হয় পুলিশ| তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের| ধৃত নয় মাদক বিক্রেতা হল, শিবাচেন্না(৪১), মানু(২৪), রঞ্জিত কুমার(২৪), হরিশ(২৬), বাসবরাজ(৩০), গুরু(২০), চেতন(২৪), লোকেশ(৩০) এবং কুমার(২৯)| ধৃতদের কাছ থেকে একটি চার চাকা গাড়ি, মোটরবাইক এবং দশটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ|