নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে যাওয়ার পথেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার বন্বুর বিরুদ্ধে| এরপরই দিল্লির কেশবপুরম মেট্রো স্টেশনে মৃত ভ্রুণ প্রসব করে বছর ১৬-র ওই কিশোরী|
পুলিশ জানিয়েছে, ওই মেট্রো স্টেশন সংলগ্ন শৌচাগারে অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যায় মেয়েটিকে| মেট্রো স্টেশনের ম়েডিক্যাল কর্মীরা তাঁর চিকিত্সা করে বুঝতে পারেন মৃত ভ্রুণের জন্ম দিয়েছে ওই নাবালিকা| সেটির বয়স ৫-৬ মাস|
অভিযুক্ত যুবক গুলসান ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ| তাদের বিরুদ্ধে মেয়ে পাচার ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে|
মেয়েটি জানিয়েছে, তার সঙ্গে কয়েকমাস আগে পরিচয় হয় গুলসানের| চাকরি দেওয়ার ছল করে তাকে ধর্ষণ করে| জোর করে দেহ ব্যবসায় নামাতে চায় বলেও জানায় ওই কিশোরীর| যখন ওই কিশোরী জানায় যে, সে সন্তানসম্ভবা| তখনই তারা গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেয়| এরপর ক্লিনিকে যাওয়ার পথেই এই মর্মান্তিক পরিণতি|
2016-02-15