দামাস্কাস, ১৪ ফেব্রয়ারি (হি.স.) : দায়েশ নিধনের নামে সিরিয়ায় ফের শক্তিশালী বোমারু বিমান পাঠাচ্ছে সৌদি আরব| এমনই অভিযোগ তুলল সিরিয়া| যদিও সৌদি আরব কতগুলো বিমান পাঠাচ্ছে তা এখনও জানা সম্ভব হয়নি| \ানা গিয়েছে, সিরিয়ায় সম্ভাব্য স্থল অভিযানকে সামনে রেখে সৌদি আরব জঙ্গি বিমান পাঠাচ্ছে| তবে প্রয়োজন হলে তুরস্ক সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ায় স্থল অভিযান শুরু করতে পারে| মনে করা হচ্ছে, এমনটা হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে| ধবংস হতে পারে সিরিয়ার বেশ কয়েকটি এলাকা| বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে| কেননা রাশিয়া আগেই বলেছে, সৌদি আরব সেনা পাঠালে সেটা হবে বড় ভুল| সৌদির বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করবে রাশিয়া| সিরিয়াও জানিয়েছে, বিনা অনুমতিতে সৌদি সেনা পাঠানো হলে তাদেরকে কফিনে করে ফেরত পাঠানো হবে| গত কয়েক মাস ধরে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে| ফলে, সিরিয়া নিয়ে পরোক্ষভাবে রাশিয়া ও আমেরিকার মধ্যে ফের দ্বন্দ্বের সম্ভবনারও ইঙ্গিত পেতে শুরু করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা|