হারারে, ১৪ ফেব্রয়ারি (হি.স.) : ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল জিম্বাবুয়ে| হ্যামিল্টন মাসাকাদজাকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে| দলে ফিরেছেন ফাস্ট বোলার তেন্দাই চাতারা ও তিনাশে পানিয়াঙ্গারা|চাতারা ২০১৫ বিশ্বকাপের পর জিম্বাবুয়ে দলে আর খেলেননি| যদিও বেশ কিছুদিন ধরে চোটে ভুগছিলেন তিনি| অন্যদিকে চোটের কারণে সম্প্রতি বাংলাদেশ সফরে না থাকা পানিয়াঙ্গারা দলে আবারও সুযোগ পেয়েছেন| বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন চামু চিবাবা, তাউরি মুজারবানি ও বিরান ভিটোরি|
টি-টোয়েন্টি স্কোয়াড : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), শন উইলিয়ামস, তেন্দাই চাতারা, ওয়েলিংটন মাসাকাদজা, তিনাশে পানিয়াঙ্গারা, পিটার মুর, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), লুক জংগো, তেন্দাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালকম ওয়ালার, ভুসি সিবান্দা, গ্রায়েম ক্রেমার| ডোনাল্ড ট্রিরিপানো (স্ট্যান্ড-বাই)|