BRAKING NEWS

আইসিইউ চিকিত্সাধীন এক প্রসূতিকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

চণ্ডীগড়, ১৪ ফেব্রয়ারি (হি.স.) : আইসিইউ চিকিত্সাধীন এক প্রসূতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল| রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই প্রসূতিকে ধর্ষণের চেষ্টা করে| এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হরিয়ানার ঝাঁঝড় জেলার একটি নার্সিংহোমে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা এক পুলিশকর্মীর স্ত্রী| রবিবার ভোররাতে ঘটে|
ডিএসপি সুরেশ কুমার ঘটনাটির তদন্ত করছেন জানা গিয়েছে, ওই মহিলা শনিবার এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন| তারপর তাঁর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় তাঁকে নার্সিংহোমের ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়| রাত একটা নাগাদ সাড়ে তিনটে নাগাদ চিকিত্সকের অ্যাপ্রন পরা একজন আইটিইউ ঢোকে| মহিলার সঙ্গে অশ্লীল আচরণ শুরু করলে তিনি চিত্কার করে ওঠেন| বিপদ বুঝে ছুটে পালায় ওই ব্যাক্তি| তদন্ত করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *