BRAKING NEWS

মহিলা কমিশনের দায়িত্ব ছাড়লেন পূর্ণিমা রায়

Purnima Royনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ দায়িত্ব ছাড়লেন পূর্ণিমা রায়৷ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন হচ্ছেন মণিকা দত্ত রায়৷
দীর্ঘদিন সফলতার সাথে কাজ করার পর অবশেষে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন থেকে অব্যাহতি নিলেন পূর্ণিমা রায়৷ দীর্ঘ ৩ বছর ৮ মাস এই পদে দায়িত্ব পালন করে সম্প্রতি দায়িত্ব থেকে পূর্ণিমা রায় ইচ্ছা অবসর নিলেন৷ তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে ভাইস চেয়ারপার্সন মণিকাদত্ত রায়৷ যদিও সরকারি লিখিত নির্দেশ আসেনি৷ তবে সিদ্ধান্ত পাকা বলে জানিয়েছেন ভাবি চেয়ারপার্সন মণিকা দত্ত রায়৷ এবং আগামী সোমবার দায়িত্ব নেবেন বলেও জানিয়েছেন মণিকা দেবী৷ [vsw id=”ioO3mX-m9sk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]শুক্রবার সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে মণিকা দেবী বলেন, বিগত ৩ বছরের ভাইস চেয়ারম্যান পদে কাজ করার অভিজ্ঞতা নিয়েই আগামীদিনেও কাজ চালিয়ে যাবেন৷ নারী নির্যাতন প্রসঙ্গে বলেন, আইন দিয়ে নির্যাতন রোধ করা যাবে না৷ আগে মানুষের চেতনার স্তর উন্নত করার চেষ্টা করতে হবে৷ আর দায়িত্ব নিয়ে তিনি চেষ্টা করবেন সে কাজ করার৷
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিদায়ী চেয়ারপার্সন পূর্ণিমা রায় পুলিশ দায়বদ্ধতা কমিশনের সদস্যা হতে যাচ্ছেন৷ বর্তমানে সে পদে আসীন রয়েছেন তপতী রায়৷ প্রসঙ্গত, মহিলা কমিশন নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক মহল থেকে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে৷ বিভিন্ন নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে সুষ্ঠু তদন্ত নিয়ে নানাহ অভিযোগও উঠেছে৷ তবে মোটের উপর মহিলা কমিশন রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের রেশ টানতে অনেকটাই অসফল বলে গুঞ্জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *