আবু হাসেম খান চৌধুরী: পশ্চিমবঙ্গে ১০০ থেকে ১২৪টি আসন দাবী করবে কংগ্রেস

abu hasem khan chaudhuryমালদা, ১২ ফেব্রুয়ারি (হি.স): জোট হলে পশ্চিমবঙ্গে ১০০ থেকে ১২৪টি আসন দাবী করবে কংগ্রেস| মালদায় একথা বলেছেন প্রদেশ কংগ্রেস নেতা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)| তবে আসন ভাগাভাগি নিয়ে কোনও সমস্যায় হবে না, সেকথাও বলেন ডালুবাবু| তিনি বলেন, এই সরকারকে হঠাতে জোট আমাদের করতেই হবে| তাতে যদি আত্ম বিলদান দিতে হয় তাও দিব| ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে সোনিয়া গান্ধি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতাদের তলব করেছেন| আশা করছি জোটের বার্তা সেই দিনই আমরা সোনিয়া গান্ধির কাছ থেকে পেয়ে যাব| বৃহস্পতিবার মালদার পুরনো সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে| তিনি চাইছেন এরাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী ভোট যাতে ভাগ না হয়| প্রাক্তন বিচারপতি এই কথাটি ভীষণ গুরুত্বপুর্ণ| কারণ, বিরোধী ভোট ভাগ হলে তৃণমূল সরকারকে সরানো যাবে না| আমরা প্রাক্তন বিচারপতিকে বলেছি প্রদেশ কংগ্রেস নেতারা সকলেই চাইছেন বিরোধী ভোট যাতে ভাগ না হয়| তারজন্যই জোট প্রসঙ্গে উঠে এসেছে| সাংসদ ডালুবাবু বলেন, আমরা খুব খুশি রাজ্য বামফ্রন্টের আলোচনা হয়েছে বৃহস্পতিবার| তাতে জোট করার বিষয়ে রাজ্য বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে| এখন শুধু অপেক্ষা| জোটে যাওয়া নিয়ে কারা আলোচনা শুরু করবে বা কারা প্রস্তাব দিবে এই প্রসঙ্গে ডালুবাবু বলেন, বামফ্রন্টের তরফ থেকেও প্রস্তাব দিলে আমরা সেই প্রস্তাবে সাড়া দিব| অথবা আমারও তাদেরকে আলোচনায় বসার প্রস্তাব সাড়া দিতে পারি| শুনেছি রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কংগ্রেসের কাছ থেকে প্রস্তাব চেয়েছেন আলোচনায় বসার| প্রদেশ নেতৃত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন খুব শীঘ্রই| তারা আগে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে রয়েছে|
ডালুবাবু আরও বলেন, আশা করছি পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়ে যাবে সাধারণ বাজেট পেশ হওয়ার পরেই| এরই মধ্যে আমাদের আসন ভাগাভাগির বিষয়টি সেরে ফেলতে হবে| সেই কাজ দলের তরফ থেকে বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে| জোট পর্ব মিটে গেলে তৃণমূলের বহু বিধায়ক কংগ্রেসের যোগ দিবে বলে আশাবাদি ডালুবাবু|