BRAKING NEWS

লোক লজ্জায় ফাঁসিতে আত্মঘাতী ধর্ষিতা কিশোরী

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ লজ্জায় আত্মঘাতী হয়েছে ১২ বছরের এক কিশোরী৷ শুক্রবার সকালে মনু থানাধীন নালকাটা পঞ্চায়েতের অধীন গোয়ালাবস্তি এলাকায় একটি রাবার বাগানে উপজাতি কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ জানা গেছে, বৃহস্পতিবার পাশের বাড়ির জয়সিং দেববর্মাকে কলসি করে জল পৌঁছে দিতে গিয়ে ধর্ষিতা হয় ঐ কিশোরী৷
ঘটনার বিবরণে প্রকাশ, পাশের বাড়ির জয়সিং দেববর্মাকে প্রতিদিন কলসি করে জল পৌঁছে দিত ঐ কিশোরী৷ বিনিময়ে কলসি প্রতি দশ টাকা করে পেত৷ বৃহস্পতিবার সকালে জল দিতে গেলে জয়সিং দেববর্মা ঐ কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনাটি কিশোরী তার মাকে জানালে হতদরিদ্র উপজাতি রমণী তার মেয়েকে চুপ থাকার জন্য বলেন৷ মৃতার মা জানিয়েছেন, গতকালই লজ্জায় আত্মহত্যা করবে বলে তার মেয়ে বলেছিল৷ তখন মেয়েকে বুঝিয়ে সুজিয়ে পাশের রাবার বাগানে গরু চড়াতে পাঠান৷ এরপর থেকেই ঐ কিশোরী নিখোঁজ হয়ে যায়৷ সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরে না আসায় প্রতিবেশীদের নিয়ে খোঁজাখঁুজি শুরু করেন কিশোরীটির মা৷ রাতে স্থানীয় এসপিও ক্যাম্পেও মেয়ের নিখোঁজের বিষয়ে জানানো হয়৷
আজ সকালে পুনরায় খোঁজাখঁুজি শুরু হলে পাশের রাবার বাগানে ঐ কিশোরীটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার খবর পেয়ে মনু থানার ওসি আশিষ সাহা এবং ধলাই পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এদিকে, খোঁজাখঁুজির সময় অভিযুক্ত জয়সিং দেববর্মাকেও সঙ্গে নিয়ে যায় এলাকাবাসী৷ মৃতদেহ উদ্ধারের পর কিশোরীর মায়ের অভিযোগে জয়সিং দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ৷ আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে, ধর্ষণে অভিযুক্ত জয়সিং দেববর্মার দাবি, তিনি কংগ্রেস সমর্থিত এবং তার পুত্রবধূ ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন৷ চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে বলে জয়সিং দেববর্মা দাবি করেন৷ এদিকে, কিশোরী ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *