নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত ভট্টপুকুর এলাকার সত্যজিৎ রায়কে আজ আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷
ফেইসবুকের কল্যাণে ভট্টপুকুর এলাকার সত্যজিৎ রায় নামে এক যুবক এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে৷ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করে৷ যুবতীটিকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়৷ এমনকি বাড়ির লোকজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার নাম করে তার বাড়িতে নিয়ে যায়৷ ওই দিন বাড়িতে কেউ ছিল না৷ সে সুযোগে বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সত্যজিৎ৷ কিন্তু পরবর্তী সময়ে বিয়ে করতে অস্বীকার করে৷ এব্যাপারে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করে যুবতীটি৷ ১৮ জানুয়ারি মহিলা থানার পুলিশ সিটি সেন্টার এলাকা থেকে তাকে আটক করে৷ তাকে আদালতে পাঠানো হলে জেল হাজতে পাঠানো হয়৷ আজ পর্যন্ত পুনরায় আদালতে তোলা হয়৷ আদালত থেকে তাকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে৷