নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ১২ ফেব্রুয়ারি৷৷ তীর জুয়া ও মদের কারণে যুব সমাজ থেকে শুরু করে দেশের প্রত্যেক স্তরের মানুষ আজ ধবংসের মুখে, তীর জুয়ার কবলে পড়ে বহু সংসার আজ ভেঙ্গে চুরমার, গার্হস্থ্য হিংসা বধূহত্যা, স্ত্রীর গায়ে আগুন এমন কি এর কবলে পরে কিছু সংখ্যক লোক মানসিক বিকারগ্রস্থ হয়ে যাচ্ছে আজ৷ দীর্ঘদিন ধরে চলে আসা তেলিয়ামুড়া শহরে এই তীর জুয়ার বিরুদ্ধে নাম কা বাস্তে অভিযান চালালেও তার রমরমা চলছে প্রতিদিনই৷ এরই মধ্যে আইপিএস তথা তেলিয়ামুড়ার এসডিপিও লাকি চৌহান কাজে যোগ দিয়েই বিভিন্ন খাতে সফলতা আনতে শুরু করেছে৷ গতকাল বিকেলেও তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু তীরের টিকিট নগদ টাকা সহ দেশি মদ উদ্ধার করেন৷ তিনি এবং সাতজন তীর নামক জুয়ার সাথে জড়িত যুবককে গ্রেপ্তার করে৷ শুক্রবার তাদের আদালতে সোর্পদ করা হবে৷ এপ্রসঙ্গে জানতে চাইলে তেলিয়ামুড়া থানার এ এস আই সহদেব দাস জানায় এরকম অভিযান প্রায়ই চলবে৷