BRAKING NEWS

২৬/১১ হামলায় নিশানায় ছিল মুম্বই বিমানবন্দর ও সিদ্ধিবিনায়ক মন্দির, সাক্ষ্যে দাবি হেডলির

DavidHeadleyমুম্বই, ১২ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ হামলা নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে সন্ত্রাসী হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলি| শুক্রবার চতুর্থ দফার সাক্ষ্যদানে মুম্বই কোর্টে হেডলি জানাল, ২৬/১১ সন্ত্রাসী হামলায় মুম্বই বিমানবন্দর ও সিদ্ধিবিনায়ক মন্দিরেও হামলার পরিকল্পনা করা হয়েছিল| নজরে ছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারও| হামলা চালাতে রেকির নির্দেশ দেওয়া হয়েছিল হেডলিকে| পাকিস্তানে বসেই মুম্বই হামলার পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল মেজর ইকবাল, সাজিদ মীর, রেহমান পাশা ও লাকভির সঙ্গে| তবে হামলার লক্ষ্য হিসাবে মুম্বই বিমানবন্দরকে পরে বাদ দেওয়া হয়| এজন্য মেজর ইকবাল অসন্তুষ্ট হয়েছিল বলেও জানিয়েছে ডেভিড কোলম্যান হেডলি| মুম্বইয়ের নগর দায়রা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবার হেডলি জানিয়েছে, তিনিই লস্কর-ই-তৈবা ও আইএসআই-কে বলেন মুম্বই বিমানবন্দর, বায়ুসেনা ঘঁাটি ও সিদ্ধিবিনায়ক মন্দিরকে যাতে টার্গেট না করা হয়| কারণ সেখানে নিরাপত্তার ঘেরাটোপ অত্যধিক| এছাড়াও হেডলি জানিয়েছে, ২০০৮ সালে তিনি ট্রম্বেতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ভিডিওগ্রাফি করেন| ভিডিওগ্রাফিটি সাজিদ মীর ও মেজর ইকবালকে দিয়েছিলেন বলে দাবি করে হেডলি জানিয়েছেন, `আমি বার্ক-তেও গিয়েছি ও সেখানকার ভিডিওগ্রাফি করেছি| মেজর ইকবাল আমায় বলেছিলেন পরে কোনও একজনকের সেখানে চর হিসেবে নিয়োগ করতে, যে আইএসআই-এর সঙ্গে কাজ করতে রাজি থাকবে এবং সেখান থেকে তথ্য সরবরাহ করবে|’
সাক্ষ্যে হেডলি আরও জানিয়েছে, ভারতে ঢোকার জন্য প্রাথমিক পর্যায়ে গেটওয়ে অফ ইন্ডিয়া, ক্যাফে প্যারেড এবং ওরলিকে বেছে নেওয়া হয়েছিল| ঘুরে দেখাও হয় ওই জায়গাগুলি| শেষ পর্যন্ত অবশ্য ক্যাফে প্যারেডকেই বেছে নেওয়া হয়| যদিও গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে নেকা ভেড়াতেও চেয়েছিল লকভি| তবে ধরা পড়ে যাওয়ার সম্ভবনা থাকায় বাতিল করা হয় সেই পরিকল্পনা| বরং ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালানোর পরামর্শ দেয় স্বয়ং হেডলিই|
এদিনের সাক্ষ্যদান পর্বেও চাঞ্চল্যকর দাবি করেছে হেডলি| সে জানিয়েছে, হামলার ছক করা হয়েছিল শিবসেনা ভবনে| নিশানায় ছিলেন বাল ঠাকরেও| সাক্ষ্যদান পর্বে হেডলি আরও জানায় মুম্বই হামলার আগে নভেম্বরে শেষবার ভারতে এসেছিল সে| ওই বছরেই গোটা জুলাই মাসে ভারতে থেকে বিভিন্ন স্থান রেকি করে হেডলি| একাধিকবার পরীক্ষা করা হয় ল্যান্ডিং সাইট| এদিন সে আরও জানায়, সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে থেকে কিনেছিল রিস্ট ব্যান্ড| নিজের জন্য ছাড়াও হামলাকারীদের জন্যও রিস্ট ব্যান্ড কিনেছিল সে| পাকিস্তানে ফিরে সাজিদ মীরকে সেগুলি দেখিয়েছিল বলেও এদিন দাবি করে হেডলি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *