করাচি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): করাচির একটি থানা, কলেজ ও স্কুলের বাইরে আচমকা গ্রেনেড হামলায় আতঙ্ক ছড়াল| শুক্রবার সকালে মোবিনা টাউন ও করিমাবাদ ও নাজিমাবাদে গ্রেনেড ছুঁড়ে পালায় দুই যুবক| গ্রেনেডের বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবল ও দুই স্কুল পড়ুয়া জখম হয়েছে| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
শুক্রবার সকালে অন্যান্য দিনের মতোই ব্যস্ততা ছিল মোবিনা টাউন থানায়| করিমাবাদে গার্লস কলেজে আসতে শুরু করেছিলেন ছাত্রীরা| এমন সময় আচমকা দু’জন বাইক আরোহী থানার সামনে গ্রেনেড ছুঁড়ে পালায়| গ্রেনেডের ঘায়ে জখম হন থানার বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আসিফ আলি লাসারি| পরের গ্রেনেডটি তারা ছোঁড়ে এপিএডবলিউ গার্লস কলেজে| তৃতীয় গ্রেনেডটি উত্তর নাজিমাবাদের একটি বেসরকারি স্কুলে| কলেজে কারও কিছু না হলেও, স্কুলের দুই পড়ুয়া জখম হয় গ্রেনেডের ঘায়ে| পুলিশের অনুমান, দুই বাইক আরোহী বাড়িতে তৈরি গ্রেনেড ছুঁড়েছিল| সেগুলি বেশি শক্তিশালী না হওয়ায় কেউ মারা যায়নি|