BRAKING NEWS

ফ্রান্সে স্কুল মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় শিশুর মৃতু্য

ACCIDENTপ্যারিস, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : ফ্রান্সে স্কুল মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় শিশুর মৃতু্য হয়েছে| ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিমাঞ্চলীয় শারেন্তে-মেরিটাইম অঞ্চলের রোচফোর্ট এলাকায়|
পুলিশ জানিয়েছে, এদিন সকালে ১৭ শিশু নিয়ে যাওয়ার সময় স্কুল বাসটি দুর্ঘটনার কবলে পড়ে| এই ঘটনায় ছয় শিশুর মৃতু্য হয়| আরও তিন শিশু আহত হয়েছে| এছাড়া দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি|
উল্লেখ্য, বুধবার ফ্রান্সের পূর্বাঞ্চলে সুইস বর্ডারের কাছে অপর একটি স্কুল বাস দুর্ঘটনায়  দুই শিশুর মৃতু্য হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *