BRAKING NEWS

১৩৩ বছর বয়সে শয্যাশায়ী হয়েও বঞ্চনার বিরুদ্ধে কুরবান আলীর ক্ষোভ আছড়ে পড়েছে

Kurban Ali৷৷ মঃ আজির আলী৷৷
কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি৷৷ সরকারী কাগজেপত্রে ১৩৩ বছর হলেও কুরবান আলী বলেছেন তাঁর বয়স ১৪০ বছর হবে! এই বয়সেও পঞ্চায়েত থেকে বয়স্ক ভাতা ছাড়া তাঁর ভাগ্যে আর কোনও সাহায্য জুটেনি৷ চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কোনওক্রমে আধপেটা খেয়ে প্রাণ ধরে রেখেছেন৷ সরকারী কাগজে পত্রে বয়েস ১৩৩ বছর হলে এই কুরবান আলী বিশ্বের অন্যতম প্রবীণতম ব্যক্তি হিসেবে চিহ্ণিত হবার কথা৷ অথচ এই কুরবান আলী পড়ে রয়েছেন চরম অবহেলায়, তাঁর জন্ম ভিটে কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতে৷ ১৩৩ বছরের কুরবান আলী ফুলবাড়ি কান্দি গ্রামে পৈত্রিক ভিটেতে জন্ম থেকেই আছেন৷ তাঁর কথায় তিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন৷ কিন্তু, কোনও সরকারী সুযোগ তিনি পাননি৷ গত প্রায় পনের বছর যাবৎ তিনি শয্যাশায়ী, চলৎশক্তিহীন৷ তিনি ছিলেন একজন দিন মজুর৷ তাঁর পাঁচপুত্র রয়েছেন৷ তাঁকে দেখভাল করেন ছোট ছেলে তগিদ আলী৷ দিনমজুরী করেই বাবার সেবা যত্ন করে চলেছেন৷ অভাবের সংসারে পিতার ওষুধ পথ্যও জোগার করা অসম্ভব তগিদের৷ তাঁদের ভাগ্যে ইন্দিরা আবাস যোজনায় একটি ঘরও জুটেনি৷ আর এই অবস্থায় বড়ই অসহায়ভাবে দিন কাটছে কুরবান আলীর৷ তিনি জানিয়েছেন, তিনি স্বাধীনতা আন্দোলনের সময় তাঁর বয়স ছিল চল্লিশ/পঁয়তাল্লিশ বছর৷ কুরবান আলীর এই শারীরিক অবস্থায়, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে উপযুক্ত তদন্ত করে তাঁর প্রাপ্য সম্মান দেয়ার ব্যবস্থা করার দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *