নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে দুটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ভোর রাতে৷ জানা যায় ধর্মনগর রামকৃষ্ণ মিশন এলাকায় রাতে পার্কিং করে রাখা দুটি গাড়িতে অগ্ণিসংযোগ করা হয়৷ গাড়ি দুটির নম্বর হল কমান্ডার জিপ টিআর০২-৩৪৮১ এবং ম্যাক্স টিআর০২-৪২৫৩৷ অগ্ণিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন আয়ত্ত্বে আনেন৷ অগ্ণিকান্ডে একটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কে বা কারা অগ্ণিকান্ড সংগঠিত করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ তবে এটি একটি নাশকতামূলক ঘটনা তা প্রায় নিশ্চিত৷ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলার পর ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে এইধরনের গাড়ি পুরানোর ঘটনা শুরু হয়েছে৷ এই প্রবণতা বিপদজনক রূপ ধারণ করার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ উল্লেখ্য, অনেকেরই গাড়ি পার্কিং করার মতো নিজস্ব জায়গা নেই৷ বাধ্য হয়ে অনেকেই রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখেন৷ বর্তমানে ধর্মনগরের রামকৃষ্ণ মিশনে দুটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনার পর যানবাহন পার্কিং করে রাখার ক্ষেত্রেও যথেষ্ট আতঙ্ক তৈরি হচ্ছে৷ অবিলম্বে এসব বিষয়ে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷