BRAKING NEWS

ঘরের দেয়াল ভেঙ্গে নিহত গৃহস্বামী

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ মাটির দেওয়াল ঘর ধবসে ধবস চাপায় পড়ে জখম এক ব্যক্তির মৃত্যু হল খোয়াইয়ে৷  মৃতের নাম সুমন্ত তাঁতি৷ বাড়ি খোয়াই চা বাগান পঞ্চায়েতের বেলটিলা এলাকায়৷ জানা যায়, সোমবার রাত সাতটা নাগাদ সুমন্ত তাঁতি নিজ ঘরেই রান্না করছিল৷ হঠাৎ মাটির দেওয়াল ঘরটি হুড়মুড়িয়ে ধবসে পড়ে৷ ধবসের নিচে চাপা পড়ে সুমন্ত তাঁতি ঘর ভেঙ্গে পড়া এবং সুমন্ত তাঁতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন৷ তাকে ধবসের নিচ থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজনরা৷ অবস্থা সংকটজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ রাতেই তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ সুমন্ত তাঁতি পেশায় একজন শ্রমিক ছিল৷ তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *