BRAKING NEWS

রাজপথে বালি বোঝাই ট্রাক দূর্ঘটনাগ্রস্ত, ভেঙ্গে ফেলল বাউন্ডারী ওয়াল

Tripper Accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ ভোর রাতে রাজধানী আগরতলা শহরের কর্ণেল চৌমুহনী ও বিদুরকর্তা চৌমুহনীর মাঝামাঝি স্থানে একটি বালুবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেইনে পড়ে যায়৷ তাতে রাস্তার পাশের একটি বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়৷ বাড়ির মালিক জানিয়েছেন, রাত আড়াইটা নাগাদ হঠাৎই বিকট আওয়াজ শুনে তারা ঘর থেকে বের হন৷ [vsw id=”bBcDgkZw_Ac” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]তখনই তারা দেখতে পান একটি ট্রিপার গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়ে বাড়ির বাউন্ডারিওয়ালে ধাক্কা লেগেছে৷ তাতে বাউন্ডারি ওয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশও ছুটে আসে৷ এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে  জানা গেছে৷ গাড়ির চালক নেশাগ্রস্ত ছিল বলেও আশঙ্কা করা হচ্ছে৷ সে কারণেই গাড়িটির নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় ডানদিক দিয়ে গাড়িটি ড্রেইনে পড়ে গেছে৷ এদিকে, সন্ধ্যা নাগাদ রাজধানী আগরতলা শহরে  একটি দ্রুতগামী গাড়ি একটি টমটমকে ধাক্কা দেয়৷ তাতে টমটমের চালক সহ পাঁচজন গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরপর এসব দুর্ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দিচ্ছে৷ সরকারি ও বেসরকারি উদ্যোগে পথ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রচার অভিযান চালালেও তাতে বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না৷ উপরন্তু পথ দুর্ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷ দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে আইনীব্যবস্থাকে আরো কঠোর করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *