নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ আগরতলা- আখাউড়া রেল সংযোগ প্রকল্পে ভারতের অংশের জন্য অর্থ বরাদ্দ করবে ডোনার মন্ত্রক৷ ইতিমধ্যে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ডোনারমন্ত্রক এই অর্থ রেলমন্ত্রকের হাতে তুলে দেবে৷ বাংলাদেশের অংশের জন্য অর্থ দেবে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক এই সংবাদ দেওয়ার পাশাপাশি জানান, জমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ হয়েছে ৯৭ কোটি টাকা৷ বাকি টাকা নির্মাণ কাজে ব্যয় করা হবে৷ গত জানুয়ারি মাসে দিল্লিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে ডোনার মন্ত্রক আগরতলা-আখাউড়া রেল সংযোগে ভারতের অংশের ব্যয়ভার বহন করার দায়িত্ব নেয়৷ ডোনারমন্ত্রক রেলমন্ত্রককে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিতে বলেছে৷ প্রস্তাব মিললেই অর্থ বরাদ্দ করা হবে বলে ডোনার মন্ত্রক আশ্বাস দিয়েছে৷
এদিন, শ্রী ভৌমিক জানান, সম্প্রতি রাজ্যের পরিবহনমন্ত্রী আগরতলা-আখাউড়া রেল সংযোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছিলেন৷ এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাইভেট সেক্রেটারি ডোনার মন্ত্রক এবং রেল মন্ত্রকের সাথে বৈঠক করেন৷ ঐ বৈঠকেই অর্থ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়৷
এদিন, শ্রীভৌমিক আরো জানিয়েছেন, ঐ রেল সংযোগের ক্ষেত্রে কাজ শেষ করতে প্রায় দেড় বছর সময় লাগতে পারে৷ গত বছর নীতি আয়োগ ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা-আখাউড়া রেল সংযোগের কাজ শেষ করার পরামর্শ দিয়েছিল৷ শ্রীভৌমিক জানান, ভারতের অংশে পাঁচ কিলোমিটার রেল লাইন বসানোর ক্ষেত্রে দুই লেইন রাস্তা, ইলেভেটেট করিডোর নির্মাণও করা হবে৷
এদিকে, আগামী ২১ কিংবা ২২ ফেব্রুয়ারি পাথরবোঝাই বালাস্ট ট্রেন আগরতলায় ঢুকবে বলে জানান পরিবহনসচিব৷ তিনি বলেন, যাত্রীবাহী রেল চালুর আগে পণ্যবাহী ট্রেন চালিয়ে রেল লাইনের অবস্থা খতিয়ে দেখবেন রেলওয়ে আধিকারিকরা৷ সেক্ষেত্রে আগামী ২১ কিংবা ২২ ফেব্রুয়ারি পাথর বোঝাই বালাস্ট ট্রেনটি আগরতলা স্টেশনে ঢুকবে বলে তিনি জানিয়েছেন৷
2016-02-09